শতবর্ষ পূরণের আগেই চলে গেলেন ভারতের প্রবীণতম মহিলা যোগগুরু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শতবর্ষ পূরণের আগেই চলে গেলেন ভারতের প্রবীণতম মহিলা যোগগুরু



শতবর্ষ পূরণ করা হলো না ভারতের প্রবীণতম মহিলা যোগগুরু ভি নানাম্মলের। ৯৯ বছর বয়সে তিনি তামিলনাড়ুর কোয়েম্বাটুরে নিজ বাড়িতে মারা গেছেন।

গত এক সপ্তাহ ধরে নিজ বাড়িতে অসুস্থ থাকার পর শনিবার তিনি মারা যান।

গতবছর এক প্রতিবেদনে প্রকাশ, ভি নানাম্মল এই বয়সে ধনুরাসন, পূর্ণ ভুজঙ্গাসন, সর্বাঙ্গাসনের মতো জটিল ৫০টি আসন অনায়াসে করতে পারতেন।

বিভিন্ন আসনে পারদর্শী এই নারীর শতবর্ষ পূরণের অপেক্ষায় যখন তার ভক্তরা দিনক্ষণ গুণছিলেন, তখন ৯৯ বছর বয়সে তিনি মারা গেলেন।

প্রবীণ এই যোগগুরু পেশায় ছিলেন যোগাসন প্রশিক্ষক।  মারা যাওয়ার কয়েক মাস আগেও প্রায় ১০০ জন শিক্ষার্থীকে সে প্রতিদিন এই বয়সেও প্রশিক্ষণ দিতেন।

কৃষক পরিবারের বেড়ে ওঠা ভি নানাম্মলের মাত্র ১০ বছর বয়স থেকে যোগাসন শুরু করেছিলেন। প্রথমে বাড়িতেই পিতামহ’র কাছে যোগাসন শেখার শুরু। বিয়ের পর নিজের শ্বশুরের কাছ থেকে যোগাসন শিখতে থাকেন তিনি।

শুধু যোগাভ্যাস নয় নানাম্মল ছাত্রছাত্রীদের যোগাসনের প্রশিক্ষণও দিতেন। নানাম্মলের ছাত্রছাত্রীদের মধ্যে সব বয়সের মানুষই রয়েছে।

মাত্র ১৪ বছর বয়সে তামিলনাড়ুর সশস্ত্র মার্শাল আর্ট ‘সিলামবট্টম’ প্রতিযোগীতায় জয়ী হয়েছিলেন তিনি।

২০১৭ সালে তত্‍কালীন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে থেকে ‘নারীশক্তি’ সম্মানে ভুষিত হন।

গতবছর পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয় নানাম্মলকে। তার দ্বারা অনুপ্রাণিত হয়েছে আজকের যুবসমাজ।

সামাজিক মাধ্যম ইউটিউবেও বেশ জনপ্রিয় নানাম্মল তার গোলাপী শাড়ি পরা যোগাসনে।

কোন মন্তব্য নেই