নুসরাতের খুনিদের শাস্তির দাবিতে নান্দাইলের শিক্ষার্থীরা রাস্তায়
ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান হত্যাকারীদের বিচারের দাবিতে ময়মনসিংহের নান্দাইলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা মানববন্ধন করেছে।
মানববন্ধনের আয়োজক সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৪ অক্টোবর ওই হত্যাকাণ্ডের রায় ঘোষণা দিনকে সামনে রেখেই আগের দিন আজ বুধবার প্রতিবাদ কর্মসূচি করা হয়েছে।
সংগঠনটির নান্দাইল শাখার আয়োজনে উপজেলা সদরে সকাল ১০টা থেকে অনুষ্ঠিত এ মানববন্ধনে অনেক সাংস্কৃতিক কর্মীরাও যোগ দেন।
সংগঠনের আহ্বায়ক মো. আব্দুল হান্নান মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মো. আজহারুল ইসলাম খোকন, সংগঠক আরিফ খান, মনোয়ার হোসেন মাস্টার, আব্দুল হান্নান, আনোয়ার হোসেন, ময়না আক্তার এবং সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ, ময়মনসিংহের সাংগঠনিক সম্পাদক মো. খায়রুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা বলেন, জাতি প্রত্যক্ষ করেছে এক নির্মম বীভৎস হত্যাকাণ্ড। ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ লালসা চরিতার্থ করতে ব্যর্থ হয়ে নুসরাত জাহানকে তার সাঙ্গপাঙ্গ দিয়ে ঠাণ্ডা মাথায় নির্মম বীভৎসভাবে আগুনে পুড়িয়ে হত্যা করে।
সুন্দর সমাজের জন্যই এই হত্যাকাণ্ডের বিচার জরুরি বলে মন্তব্য করে বক্তারা বলেন, এ ধরণের হত্যাকাণ্ড কখনোই মেনে নেয়া যায় না। মনুষ্য সমাজে এমন বীভৎস হত্যাকাণ্ড চলতে দেয়া যায় না। সুস্থ সুন্দর ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে নুসরাত হত্যাকাণ্ডের সাথে জড়িত সিরাজ, তার সহযোগী এবং পৃষ্ঠপোষকদের দৃষ্টান্তমূলক বিচার আজ সময়ের দাবি।
বক্তারা বলেন, ‘আগামীকাল ২৪ অক্টোবর ২০১৯ তারিখ নুসরাত হত্যাকাণ্ডের রায় হওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করি, এ রায়ে হত্যাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ সাজা হবে। যা অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে বার্তা পৌঁছাবে।’
বক্তারা বাসযোগ্য সমাজের লক্ষে যে কোন অপরাধের বিরুদ্ধে সামাজিকভাবে সোচ্চার হওয়ার জন্য সচেতন মানুষদের প্রতি আহ্বান জানান।

কোন মন্তব্য নেই