যুক্তরাজ্যে লরিতে পাওয়া ৩৯ মৃতদেহ চীনা নাগরিকদের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

যুক্তরাজ্যে লরিতে পাওয়া ৩৯ মৃতদেহ চীনা নাগরিকদের



যুক্তরাজ্যের এসেক্স এলাকায় একটি লরিতে পাওয়া ৩৯ মৃতদেহের সবাই চীনা নাগরিক বলে ধারণা করছে পুলিশ। পুলিশ জানায়, লরিটিতে পাওয়া মৃতদেহগুলো ৮ নারী ও ৩১ পুরুষের। খবর বিবিসি।

এই ঘটনার তদন্ত করতে গিয়ে আয়ারল্যান্ডের তিনটি বাড়িতে হানা দিয়েছে পুলিশ। উল্লেখ্য, লরিটির চালক মরিস রবিনসন আয়ারল্যান্ডের বাসিন্দা।

এসেক্স পুলিশ জানায়, এ ঘটনার তদন্ত তাদের ডিপার্টমেন্টের ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা। হত্যাকাণ্ডটি কোনো সংঘবদ্ধ চক্র ঘটিয়েছে কি না তা জানার চেষ্টা চলছে।

পুলিশের বিবৃতির পর যুক্তরাজ্যে চীনের রাষ্ট্রদূত লিউ জিয়াওমিং এক টুইট বার্তায় জানান, খবরটি তারা জেনেছেন এবং ব্রিটিশ পুলিশের সঙ্গে গভীর যোগাযোগ রাখছেন।

এর আগে বুধবার (২৪ অক্টোবর) যুক্তরাজ্যের এসেক্সে একটি লরির শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ থেকে ৩৯টি মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে লরিটি বুলগেরিয়া থেকে এসেছে বলে ধারণা করে পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে লরিটির চালক মরিস রবিনসনকে তাৎক্ষণিক আটক করা হয়।

কোন মন্তব্য নেই