বাংলাদেশকে সর্বোচ্চ গুরুত্ব দেয় ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ‘সর্বোচ্চ গুরুত্ব’ দেওয়ার কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
শনিবার (৫ অক্টোবর) শেখ হাসিনা-নরেন্দ্র মোদি দ্বিপক্ষীয় বৈঠকের আগে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে উষ্ণ আলোচনা হয়েছে জানিয়ে টুইট করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভীশ কুমার।
টুইট বার্তায় তিনি বলেন, ভারত প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ‘সর্বোচ্চ গুরুত্ব’ দেয়, এ কথাই তুলে ধরেছেন জয়শঙ্কর।
ভারত-বাংলাদেশ সম্পর্ককে অধিকতর মজবুত পার্যায়ে নেওয়া হচ্ছে বলেও জানান রাভীশ কুমার।
বৈঠকে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই