টুথপেস্ট দিয়ে ভিন্ন যে কাজগুলো করতে পারেন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

টুথপেস্ট দিয়ে ভিন্ন যে কাজগুলো করতে পারেন



টুথপেস্ট দিয়ে ব্রাশ করার পাশাপাশি আরও কিছু দরকারি কাজ করা যায়। এগুলো আপনার দৈনন্দিন জীবনকে আরও সহজ করবে। দেখে নিন কিভাবে এই কাজগুলো করবেন-

রান্না করতে গিয়ে হাত পুড়ে যেতে পারে। এই পোড়া জায়গায় টুথপেস্ট ব্যবহার করুন। আরাম পাবেন। তবে বেশি পুড়লে টুথপেস্টে কাজ হবে না, ডাক্তারের পরামর্শ নিতে হবে।

রান্নাঘরের কাজে হাত, নখে দাগ পড়ে যায়, এ ক্ষেত্রে নখে টুথপেস্ট লাগিয়ে ভালো করে ঘষে নিন। দেখবেন নখের হলদেটে ভাব কেটে যাবে।

আপনার পছন্দের কাপড়ে দাগ লাগতে পারে। এক্ষেত্রে টুথপেস্ট ব্যবহার করে সেটা পরিষ্কার করে নিন।

মুখে ব্রণ হলে, ব্রণ আক্রান্ত অংশে রাতে শোবার আগে টুথপেস্ট লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। সকালে ঘুম থেকে উঠে দেখবেন, ব্রণর আকৃতি অনেকটাই ছোট হয়ে গিয়েছে।

পুরনো রুপার গয়নায় কালচে ছোপ পড়ে গেলে সেই কালচে ছোপ দূর করে গয়নার চাকচিক্য ফিরিয়ে আনতে টুথপেস্ট অত্যন্ত কার্যকরী।

কোন মন্তব্য নেই