ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু
সাভারে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের সরকার মার্কেট এলাকায় ট্রাকচাপায় মো. জয় নামে দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের সরকার মার্কেট এলাকায় ব্যান্ডবক্স নামে একটি কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে।
জয় নামে নিহত ওই স্কুল শিক্ষার্থী আশুলিয়ার জিরানী এলাকার আব্দুর রশিদের ছেলে। সে স্থানীয় ইকরা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মোটরাসাইকেলযোগে ওই স্কুলছাত্র টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক দিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলো। এসময় সরকার মার্কেট এলাকার ব্যান্ডবক্স কারখানার সামনে পৌঁছলে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে সড়কে ছিটকে পড়লে পেছন থেকে আসা অপর একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুল হক জানান, জয় নামে ওই শিক্ষার্থী মোটরাসাইকেলযোগে বেড়াতে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকচাপায় তার মৃত্যু হয়। এঘটনায় নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। একই সাথে ঘাতক ট্রাক ও বাসটি আটকের চেষ্টা চলছে।
কোন মন্তব্য নেই