মুখে মাকড়সা চড়লে ‘রিল্যাক্স’ অনুভূত হয় এই নারীর - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মুখে মাকড়সা চড়লে ‘রিল্যাক্স’ অনুভূত হয় এই নারীর



সাধারণত মানুষ যে প্রাণী বা পোকামাকড়দের সব থেকে বেশি ভয় পায় মাকড়সা তার মধ্যে অন্যতম। কিন্তু সেই মাকড়সাকেই যদি কেউ চোখেমুখে চড়তে দেন বা নাকে ঢুকতে দেন তাহলে কী করবেন? আঁতকে উঠবেন! এমনই করেন অস্ট্রেলিয়ার এক নারী।

অস্ট্রেলিয়ার প্রাণী-প্রেমী টার্নি রোবাক (২৭)। তার মুখে অবলীলায় চড়ে বেড়ায় মাকড়সা। আসলে তিনিই এই মাকড়সাগুলোকে চড়তে দেন। আর এটি নাকি তাকে রিল্যাক্স হতে সাহায্য করে। মুখে মাকড়সা চরছে, এমন বেশ কয়েকটি ছবি, ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্টও করেছেন টার্নি।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বাসিন্দা টার্নির মধ্যে বছর চারেক আগে প্রথম বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণীদের নিয়ে আগ্রহ জন্মায়। আর তারপর তাদের নিয়ে পড়াশোনা করতে থাকেন। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রচুর মাকড়শাসহ অন্য প্রাণীদের ছবিতে ভর্তি। সেখানে দেখা মিলবে বেশ কয়েক রকমের মাকড়সার।
টার্নির দাবি, বেশির ভাগ মানুষই এই প্রাণীটিকে দেখে ভয় পান। কিন্তু তার মুখে এগুলোকে চড়তে দেওয়াকে থেরাপি হিসেবেই দেখেন। এমনকি তার প্রিয় বড় বড় মাকড়সাগুলোর সঙ্গে সময় কাটাতে তার বেশ ভাল লাগে। সূত্র আনন্দবাজার পত্রিকা।

কোন মন্তব্য নেই