লন্ডন স্টক এক্সচেঞ্জে বাংলা টাকা বন্ড চালু আগামী মাসে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

লন্ডন স্টক এক্সচেঞ্জে বাংলা টাকা বন্ড চালু আগামী মাসে

প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিভিন্ন বন্ডের মাধ্যমে প্রবাসীদের দেশে বিনিয়োগের সুযোগ রয়েছে। আগামী মাসে লন্ডন স্টক এক্সচেঞ্জে বাংলা টাকা বন্ড চালু করা হচ্ছে। এটি প্রবাসীদের বিনিয়োগের একটি বড় ধরনের সুযোগ সৃষ্টি করবে। বৃহস্পতিবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে অনুষ্ঠিত ইনসেনটিভাইজিং রেমিট্যান্স ফ্রম দ্য ইউকে : মাইলস্টোন ইনিশিয়েটিভস অব প্রাইম মিনিস্টার শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় অর্থমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে ২০টির বেশি রেমিট্যান্স প্রেরণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি সংশ্লিষ্ট বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন। প্রবাসীদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রায় ১৩০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। এর মধ্যে ৪০টি অঞ্চলের কাজ অনেক দূর এগিয়ে গেছে। এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের মাধ্যমে প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি লাভবান হতে পারেন। বিনিয়োগের পাশাপাশি দেশে যত খুশি রেমিট্যান্স পাঠানোর বিষয়েও প্রবাসীদের উৎসাহ দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়ানোর জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ খাতে ২ শতাংশ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রণোদনার জন্য ইতিমধ্যে সরকার ৩ হাজার ৬০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলেও জানান মন্ত্রী। রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে প্রবাসীদের সুযোগ-সুবিধাগুলি সার্বক্ষণিক নজরদারির জন্য যুক্তরাজ্যে হাইকমিশনারের নেতৃত্বে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হবে- এমন তথ্য জানিয়ে অর্থমন্ত্রী বলেন, রেমিট্যান্সের পরিমাণ প্রতি ট্রানজেকশনে ১ হাজার ৫০০ ডলারের বেশি না হলে যুক্তরাজ্যে বা বাংলাদেশে কেউ কোনো প্রশ্ন তুলবে না। বরং প্রেরিত রেমিট্যান্সের ওপর ২ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হবে। অর্থমন্ত্রী বলেন, রেমিট্যান্সের ওপর এ প্রণোদনা গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। জুলাইয়ের পর যারা রেমিট্যান্স পাঠিয়েছেন কিন্তু প্রণোদনা পাননি, তারা এ প্রণোদনার জন্য আবেদন করতে পারবেন। এ সময় অর্থমন্ত্রী আরও বলেন, প্রবাসীদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ঘোষিত ২ শতাংশ প্রণোদনা একটি নজিরবিহীন দৃষ্টান্ত। বিশ্বের আর কোনো দেশের প্রবাসীরা এ সুবিধা পাচ্ছেন না। তিনি বলেন, বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই ও বিদেশি সহায়তা বাড়ছে। তিনি বলেন, বিভিন্ন মেগা প্রকল্পসহ অন্যান্য প্রকল্পের মাধ্যমে যেভাবে অবকাঠামো তৈরি হচ্ছে তাতে দেশের সম্ভাবনা আরও বাড়ছে। বিদেশিদেরও বিনিয়োগের জন্য আগ্রহের শীর্ষে রয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক অনুযায়ী চলতি বছরে বিশ্বের সব দেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে বাংলাদেশে। ডুয়িং বিজনেস সূচক, ২০২০-এ বাংলাদেশের উন্নতি হয়েছে, এবার বাংলাদেশ আট ধাপ এগিয়েছে। এ সূচকে সবচেয়ে ভালো করা ২০টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে। অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম ঘোষণা করেন, ২০২০ সাল থেকে প্রতি বছর যুক্তরাজ্য থেকে বাংলাদেশে সর্বাধিক রেমিট্যান্স প্রেরণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে। হাইকমিশনার বলেন, যুক্তরাজ্য থেকে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর পরিমাণ প্রতি বছরই বাড়ছে। প্রণোদনা দেওয়ার ফলে রেমিট্যান্স আগামী বছর রেকর্ড পরিমাণে বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।


কোন মন্তব্য নেই