ঘুষ নেয়ার অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ঘুষ নেয়ার অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার



জামালপুরের মেলান্দহ উপজেলায় মাতৃত্বকালীন ভাতা দিতে ঘুষ নেয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার শফিকুল ইসলাম উপজেলার চরবানি পাকুরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান,  মাতৃত্বকালীন ভাতা দেয়ার জন‌্য ৭নং ওয়ার্ডের রোকেয়া বেগমের কাছ থেকে ৭ হাজার টাকা নেন শফিকুল ইসলাম। পরে কার্ড না দেয়া হলে থানায় লিখিত অভিযোগ করেন রোকেয়া বেগম। এই অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে ভাবকি এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে মেলান্দহ থানা পুলিশ।

এ বিষয়ে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানিয়েছেন ওসি।

কোন মন্তব্য নেই