ইরাকে বিক্ষোভ, গুলিতে নিহত ৬০ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইরাকে বিক্ষোভ, গুলিতে নিহত ৬০







বাগদাদ, ৫ অক্টোবর- যুদ্ধবিধ্বস্ত ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে গত চারদিনে পুলিশের গুলিতে অন্তত ৬০ জন নিহত হয়েছেন বলে দেশটির হাসপাতালের বরাতে জানিয়েছে বিবিসি। গত ২৪ ঘন্টায় এ সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।

জানা গেছে, শুক্রবারও পুলিশের গুলিতে অন্তত ১০জন নিহত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি আন্দোলনকারীদের দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে সব প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা।



বেকারত্ব, দুর্নীতি ও সরকারি সেবা না পাওয়ার প্রতিবাদে ১ সেপ্টেম্বর থেকে ইরাকের রাজপথে বিক্ষোভ করছে সরকারবিরোধীরা। নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের অনুসারী না হয়েও সরকারি অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামেন এসব বিক্ষোভকারী। নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ও গুলি চালিয়ে তাদের ওপর চড়াও হলে এই বিক্ষোভ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিয়া অধ্যুষিত দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে।

কোন মন্তব্য নেই