টি-টোয়েন্টি বিশ্বকাপের ষোল দল চূড়ান্ত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

টি-টোয়েন্টি বিশ্বকাপের ষোল দল চূড়ান্ত



আগামী বছরে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ষোল দল চূড়ান্ত হয়েছে। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশ দলের পাশাপাশি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি (পিএনজি), নেদারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান ও নামিবিয়া। এর মধ্যে আয়ারল্যান্ড ও পিএনজি সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে। বাকি দলগুলো প্লে অফ খেলে এসেছে। এই ছয়টি দল র‌্যাঙ্কিংয়ে নয়, দশে থাকা শ্রীলঙ্কা-বাংলাদেশের সঙ্গে দুই গ্রুপে ভাগ হয়ে প্রথম রাউন্ড খেলবে। এরপরে দুই গ্রুপ থেকে দুটি করে চার দল ও র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল নিয়ে শুরু হবে সুপার-১২ পর্ব। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অস্ট্রেলিয়ার মের্লবোন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। ১৮ অক্টোবর থেকে শুরু হয়ে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্টটি।

কোন মন্তব্য নেই