ব্যভিচারের দায়ে দুই নারী রাজরক্ষীকে বরখাস্ত করল থাই রাজা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্যভিচারের দায়ে দুই নারী রাজরক্ষীকে বরখাস্ত করল থাই রাজা



ব্যভিচারের দায়ে দুইজনসহ মোট ৪ রাজরক্ষীকে বরখাস্ত করেছে থাইল্যান্ডের রাজা। গত মঙ্গলবার দিবাগত রাতে রয়্যাল গেজেটের ঘোষণায় এ কথা বলা হয়।

এতে বলা হয়, ৬৭ বছর বয়সী থাই কিং মাহা ভাজিরালংকর্ন ‘শয়ন কক্ষ শাখা’ থেকে দুই নারী রক্ষীকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে তারা অবৈধ ও ব্যভিচারমূলক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার কথা স্বীকার করেছে।

ওই ঘোষণায় আরো বলা হয়, রাজপরিবারের রক্ষীর দায়িত্ব পালনের মান রক্ষায় ব্যর্থ হওয়ায় অপর দুই কর্মকর্তাকে কোন ক্ষতিপূরণ দেয়া ছাড়াই বরখাস্ত করা হয়।

কোন মন্তব্য নেই