চিকিৎসার জন্য খালেদাকে বিদেশ পাঠাতে চায় পরিবার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চিকিৎসার জন্য খালেদাকে বিদেশ পাঠাতে চায় পরিবার



উন্নত চিকিৎসার জন্য কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চায় তার পারিবার। হাসাপাতালে তাকে কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ পরিবারের।

আজ (২৫ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এমনটাই জানান খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম।

বেলা সাড়ে তিনটায় বিএসএমএমইউ’র ৬১২ নম্বর কেবিনে ভর্তি থাকা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান তার পরিবারের ৬ সদস্য। খালেদা জিয়ার মেঝ বোন সেলিমা ইসলাম ছাড়াও ছিলেন ভাই শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের বোন শাহিনা খান জামান বিন্দু, শামীম ইস্কান্দারের ছেলে অভিক ইস্কান্দার ও অরিক ইস্কান্দার।

সাক্ষাৎ শেষে সেলিমা ইসলাম বলেন, “খালেদা জিয়ার শরীরের অবস্থা আরও খারাপ হয়েছে। উনি উঠতে পারছেন না, বসতে পারছেন না, নিজ হাতে কিছু খেতে পারছেন না। চলতে পারছেন না। শুয়ে থাকতেও উনার কষ্ট হচ্ছে। উনার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া দরকার। আমরা উনাকে বিদেশে পাঠাতে চাই।”

হাসপাতালে খালেদা জিয়ার কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করে সেলিমা ইসলাম বলেন, “গত দুই সপ্তাহ ধরে চিকিৎসকরা উনাকে দেখতে আসেননি।”

বিদেশে যাওয়ার বিষয়ে খালেদা জিয়া কিছু বলেছেন কী না জানতে চাইলে তিনি বলেন, “উনি বিদেশে যাওয়ার বিষয়ে আমাদের কিছু বলেননি। আমরাই উনাকে বিদেশে পাঠাতে চাই। কারণ এখানে তো চিকিৎসা হচ্ছে না। বরং দিনে দিনে উনার স্বাস্থ্যের অবস্থা আরও খারাপ হচ্ছে।”

তিনি আরও বলেন, “খালেদা জিয়া জামিন পেলেই উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে বিদেশ পাঠাবো।”

কোন মন্তব্য নেই