সহকর্মীর গুলিতে রাশিয়ায় ৮ সেনা নিহত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সহকর্মীর গুলিতে রাশিয়ায় ৮ সেনা নিহত



রাশিয়ার এক সেনা সদস্য গুলি করে হত্যা করেছেন তার ৮ সহকর্মীকে। ওই সেনাকে আটক করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সাইবেরিয়াতে রাশিয়ার সেনাঘাঁটিতে এই ঘটনা ঘটে।

শুক্রবার ( ২৫ অক্টোবর) সংবাদমাধ্যম বিবিসির খবরে এসব তথ্য জানানো হয়।

রাশিয়ার প্রতিরক্ষা দফতর এক বিবৃতিতে সৈন্যদের হতাহতের কথা জানিয়েছে। যদিও মৃত সৈন্যদের নাম প্রকাশ করা হয়নি।

ধারণা করা হচ্ছে, হামলাকারী মানসিক অসুস্থতায় ভুগছেন। যখন ঘাঁটির প্রহরায় সৈন্য পরিবর্তন করা হচ্ছিল তখন তিনি এই ঘটনা ঘটান।

রাশিয়ার ডেপুটি ডিফেন্স মিনিস্টারের নেতৃত্বে একটি বিশেষ দল বিষয়টি অনুসন্ধান করতে সেনাঘাঁটির উদ্দেশ্যে রওনা হয়েছে।

কোন মন্তব্য নেই