আরও সস্তা আইফোন ১১ আনবে অ্যাপল! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আরও সস্তা আইফোন ১১ আনবে অ্যাপল!







২০২০ সালের প্রথম প্রান্তিকে সস্তা আইফোন এসই২ আনবে অ্যাপল। দামে সস্তা হলেও ডিভাইসটির কার্যক্ষমতা হবে বর্তমান আইফোন ১১-এর মতোই। আর এতে ব্যবহার করা হবে আইফোন ১১-এর এ১৩ চিপ। নতুন আইফোন এসই২ নিয়ে এমন ধারণাই দিয়েছেন টিএফ ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ-এর বিশ্লেষক মিং-চি কুয়ো। অ্যাপল পণ্য বিষয়ে সঠিক ভবিষ্যদ্বাণী করায় খ্যাতি রয়েছে তার।
কুয়ো বলেন “বর্তমান ১০ কোটি আইফোন ৬ সিরিজ ব্যবহারকারীর জন্য সবচেয়ে ভালো আপগ্রেড হবে আইফোন এসই২; আর ২০২০ সালে অ্যাপলের বিক্রি বৃদ্ধির মূল চালিকা শক্তি হবে এটি।”

প্রসেসর আপগ্রেডের পাশাপাশি আইফোন ৮-এর মতো নকশা রাখা হতে পারে আইফোন এসই২-তে। তাই নতুন ডিভাইসটির পর্দার মাপ হতে পারে ৪.৭ ইঞ্চি-- খবর সিএনবিসি’র।

আগের ৩৯৯ মার্কিন ডলারের আইফোন এসই’র পর্দা ছিলো আরও ছোট, চার ইঞ্চি। যেসব গ্রাহক ছোট ফোন এবং আইফোন ৫-এর নকশা পছন্দ করেন তাদের জন্য আনা হয়েছিলো ডিভাইসটি।



“আমাদের বিশ্বাস আইফোন এসই২ গ্রাহকের চাহিদা মেটাবে এবং সস্তা দামের কারণে বাজারে আইফোনের দখল বাড়াবে,” বলেন কুয়ো।

বর্তমানে ৪৪৯ মার্কিন ডলারে আইফোন ৮ বিক্রি করছে অ্যাপল। সেক্ষেত্রে আরও বেশি শক্তিশালী আইফোন এসই২-এর বাজার মূল্য হতে পারে আরও ৫০ ডলার কম।

নতুন ডিভাইসটিতে কিছু দিকে খরচ কমাতে হবে অ্যাপলকে। ধারণা করা হচ্ছে নতুন ডিভাইসটির ক্যামেরা আইফোন ১১-এর মতো শক্তিশালী হবে না। আর ডিভাইসটিতে রাখা হতে পারে হোম বাটন, কারণ আইফোন ৮-এর নকশা ফেইস আইডি সমর্থন করে না।

কোন মন্তব্য নেই