ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগীতা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগীতা



এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসির যৌথ আয়েজনে ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করেন রাজধানীর খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া ও লালমাটিয়া মহিলা কলেজ


সরকারের চলমান এই শুদ্ধি অভিযান কত দিন পর্যন্ত চলবে? কিংবা চলমান এই শুদ্ধি অভিযান চলাকালীন সময়েই আবরার হত্যাকান্ডের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে , তাহলে এই শুদ্ধি অভিযানের সফলতা কোথায়? যেখানে স্পষ্টত সরকার যুবলীগ, ছাত্রলীগ ও দুর্নীতিবাজদের কঠোর নজরদারিতে রাখা সত্বেও ছাত্রলীগ কোথা থেকে এমন স্পর্ধা পায় এ ধরনের ঘটনা ঘটানোর জন্য। এ সকল বিষয়ের আলোকে গতকাল রাজধানীর বিএপডিসিতে অনুষ্ঠিত হয় এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসির যৌথ আয়োজনে ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগীতা । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্ঠা ড. আকবর আলী খান। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।



“ বর্তমানে চলমান এই শুদ্ধি অভিযান সুশাষন প্রতিষ্ঠায় সহায়ক হবে” এমন একটি প্রস্তাবনার সরকারী দল হিসেবে উপস্থিত ছিলো বাংলাদেশের অন্যতম বেসরকারী বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া এবং বিরোধী দল হিসেবে উপস্থিত ছিলো আরেকটি অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান লালমাটিয়া মহিলা কলেজ। উক্ত প্রস্তাবনার উপরে দুটি দলই বর্তমান প্রেক্ষাপটের আঙিকে নিজ দলের পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করেন। সরকারের বর্তমান কর্মকান্ড গুলো খুটিয়ে খুটিয়ে বিশ্লেষন করেন এবং সরকারের সফলতা এবং ব্যার্থতার হিসেব কষে দেখান বক্তারা। এ সময় বক্তাদের ক্ষুরধারা যুক্তি তর্কে বিতর্কটি প্রাণবন্ত হয়ে উঠে। পরবর্তীতে বিতার্কিকদের বক্তব্যর আলোকে আলোচনা করেন প্রধান অতিথি ড. আকবর আলী খান । এসময়ে তিনি বলেন সরকারের চলমান এই শুদ্ধি অভিযান শুদ্ধতার সাথে চলমান থাকলে আইনের সুশাষন প্রতিষ্ঠা সম্ভব।
আগামী ১৮ অক্টোবর সকাল ১১ টায় ধারণকৃত বিতর্ক অনুষ্ঠানটি এটিএন বাংলায় সম্প্রচারিত হবে।


কোন মন্তব্য নেই