বিনামূল্যে গরিবদের সপ্তাহে তিন দিন চিকিৎসা দিচ্ছে রাজশাহী সিটি হাসপাতাল! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিনামূল্যে গরিবদের সপ্তাহে তিন দিন চিকিৎসা দিচ্ছে রাজশাহী সিটি হাসপাতাল!






বেসরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা! শুনতে অনেকটা বিশ্বয়কয় মনে হলেও এমনটিই ঘটছে রাজশাহীতে। রাজশাহী সিটি করপোরেশনের নিকট থেকে লিজ নেওয়া সিটি হাসপাতালে সপ্তাহে তিনদিন গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাও একজন দুই নয়। গড়ে অন্তত ৬০-৭০ জন রোগীর সার্বিক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বিনামূল্যে। এতে স্বাভাবিক দিনের চেয়ে বিনামূল্যে চিকিৎসা পেতে ভিড় করছেন গরিব রোগীরা। আবার হাসপাতালটির চিকিৎসাসেবার মাণ বৃদ্ধি হওয়াতেও ওই এলাকার সাধারণ মানুষের মাঝে আস্থা এসেছে। এদিকে নতুন আঙ্গিকে আধুনিক চিকিৎসা সেবাও দিচ্ছে রাজশাহী সিটি হাসপাতালটি। এখানে যোগ দিয়েছেন অভিজ্ঞ চিকিৎসকও। সিটি হাসপাতালের জেনালের ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, হাসপাতালটির সপ্তাহে তিনদিন বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে গরিব রোগীদের। তবে বিনামূল্যের চিকিৎসা নিতে মধ্যবিত্ত পরিবার থেকেও রোগীরা আসেন। আমরা তাদেরকেও ফিরিয়ে দেয় না। সবাই ওইদিন বিনামূল্যে চিকিৎসা পান। এর মধ্যে প্রতি সোমবার শিশু বিভাগে, মঙ্গলবার গাইনী ও বুধবার ডেন্টাল চিকিৎসা প্রদান করা হয় বিনামূল্যে। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালটির বাইরের পরিবেশে যেমন এসেছে চাকচিক্য, তেমনি ভেতরের পরিবেশও বেশ পরিস্কার-পরিচ্ছন্ন। হাসপাতালটিতে ঢুকতে অর্ভথ্যনা কক্ষে প্রয়োজনিয় পরামর্শ ও চিকিৎসকের বিষয়ে সব ধরনের দেওয়া হচ্ছে রোগীদের। আর ভেতরের ডাক্তারদের বিভিন্ন রোগীদের চিকিৎসা দিতে দেখা গেছে। সিটি হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে, এখানে বিনামুল্যের পাশাপাশি স্বল্পমূল্যে আন্তর্জাতিক মানের যেসব সেবা দেওয়া হচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে, জরায়ু ক্যান্সার পরীক্ষা, থ্রি ডি আল্ট্রাসোনোগ্রাম, নরমাল ডেলিভারি, সিজারিয়ান ডেলিভারি, অ্যাপেন্ডিসাইটিস সার্জারি, ১২ চ্যানেল ইসিজি, সার্জারি, পিত্তথলি সার্জারি, হল্টার মনিটরিং, রক্ত পরীক্ষা, হার্টের মনিটরিং, ইটিটি, ইকো, হার্নিয়া, টনসিল, সিস্ট ও এক্সরে করা হচ্ছে। হাসপাতালে নয়টি বিভাগের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। সেগুলো হলো- গাইনি, কিডনি, দন্ত, মেডিসিন, ডায়াবেটিক, শিশু, চর্ম ও যৌন, হৃদরোগ। তবে দ্রুত চক্ষু রোগীদের চিকিৎসা দেওয়া হবে। এই লক্ষ্যে চিকিৎসদের সঙ্গে কথা শেষ করেছে কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দা নাহিদ নামের এক ব্যক্তি জানায়, আগে হাসপাতলটিতে তেমন রোগী আসতো না। চিকিৎসা সেবা ভাল হতো না বলে। অনেক সময় চিকিৎসকরা ঠিক মতো পাওয়া যায়না। বর্তমানের তার চিত্র পাল্টে গেছে। এখন বিভিন্ন রোগ নিয়ে রোগী আসে। চিসিৎসা নিতে আসা সেলিনা বেগম নামের এক রোগী সিল্কসিটি নিউজকে বলেন, এখনে চিকিৎসার মান ভালো। ডাক্তাদেরও খুব সহজে পাওয়া যায়। বড় সুবিধা হলো ২৪ ঘন্টা খোলা থাকে। এছাড়া অন্য অন্য হাসপাতালের মত দালালের ঝামেলা নেই। তাই ভালো লাগে এখানে আসতে। বাড়ির কারো কিছু হলেই আমরা ছুটে আসি এখানে।’ আরেক রোগী মর্জিনা পারভীন বলেন, ‘আমরা গরিব মানুষ। ট্যাকার ওভাবে বড় হাসপাতালে য্যাতে পারি না। এখিনে অ্যাসলে কম ট্যাকাতে অসুখের পরীক্ষাও করা যায়। আমাদের খুব উপকার হচ্ছে। আমাদের মুতন মানুষদের সাথে এভাবেই যেন থাকে হাসপাতালের লোকজন। তাহলে মানুষ উপকার পাবে।’ প্রসঙ্গত, অব্যাহত লোকসানের মুখে সম্প্রতি রাজশাহী সিটি করপোরেশন সিটি হাসপাতালটি তিন বছরের জন্য লিজ দেয়। এরপর থেকে সেলট্রন নামের একটি কম্পানী এখানে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে নগরবাসীকে। রাজশাহী নগরীর গরিব রোগীদের অন্যতম ভরসার জায়গা এই সিটি হাসপাতালটি।


কোন মন্তব্য নেই