জার্মানির সঙ্গে ড্র করলো মেসিবিহীন আর্জেন্টিনা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জার্মানির সঙ্গে ড্র করলো মেসিবিহীন আর্জেন্টিনা







চোটে জর্জরিত জার্মানি। খেলতে পারেননি নিয়মিত খেলোয়াড়দের অনেকেই। এ জন্য ম্যাচের আগে হাতাশাও প্রকাশ করেছিলেন জার্মান কোচ। সেই জার্মানিই কিনা ম্যাচের ২২ মিনেটের মধ্যেই এগিয়ে গেল ২ গোলে।

তবে তাতেও জয়টা পাওয়া হয়নি হিটলারের দেশের। আলারি ও ওকাম্পোসের গোলে শেষ পর্যন্ত ম্যাচটা ড্র করে মেসিবিহীন আর্জেন্টিনা।

বুধবার (০৯ অক্টোবর) দিনগত রাতে ঘরের মাঠে সিগনাল উদুনা পার্কে ম্যাচের শুরুতেই আর্জেন্টাইদের চেপে ধরে জার্মানরা। ম্যাচের ১৫ মিনিটে একক প্রচেষ্টায় দারুণ এক গোল করে জার্মানদের লিড এনে দেন সার্জি জিনাব্রি।

ব্যবধান দ্বিগুণ করতে সময় নেয়নি তারা। ম্যাচের ২২তম মিনিটে স্বাগতিকরা দ্বিতীয় সাফল্যের দেখা পায়। মার্কোস রোহোর ভুলে মাঝমাঠ থেকে বল পেয়ে লুকাস ক্লোসতামান ছুটে গিয়ে ডান দিকে জিনাব্রির দিকে পাস দেন। সেই বল তিনি বাড়ান ছোট ডি-বক্সের মুখে কাই হাভার্টর্সের দিকে। আর তাতেই লক্ষ্যভেদ করেন এ মিডফিল্ডার।

বিরতির পর ম্যাচে ফেরে আর্জেন্টিনা। ৬৬তম মিনিটে ব্যবধান কমায় তারা। পেনাল্টি বক্সের বাঁ দিক থেকে মার্কোস আকুনার ক্রস ডি-বক্সে ফাঁকা পেয়ে যান ফরোয়ার্ড লুকাস আলারিও। হেড দিয়ে বল জালে পাঠান এ তরুণ স্ট্রাইকার।

সমতায় ফিরতে মরিয়া আর্জেন্টাইন দ্বিতীয় গোলের দেখা পায় ম্যাচের শেষ দিকে। ৮৫তম মিনিটে ডি-বক্সে আলারিওর বাড়ানো বল পেয়ে যান ওকামপোস। জায়গা বানিয়ে কোনাকুনি শট নেন তিনি। তাতেই ম্যাচে ২-২ সমতায় ফেরে আর্জেন্টিনা।

বাকিটা সময় কেউ গোলের দেখা না পেলে ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে লিওনেল স্কোলোনির দল।


কোন মন্তব্য নেই