ব্যবসা সম্প্রসারণ করবে স্কয়ারের ২ কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার গ্রুপের দুই কোম্পানি ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। একারণে কোম্পানি দুইটি জমি কিনবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটি হচ্ছে- স্কয়ার ফার্মা ও স্কয়ার টেক্সটাইল মিলস লিমিটেড।
জানা গেছে, স্কয়ার ফার্মার পরিচালনা পর্ষদ বিএমআরই প্রকল্পের জন্য ২০০ কোটি টাকা অনুমোদন করেছে। এছাড়া ও কোম্পানটি ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণের জন্য মূলধনী যন্ত্রপাতি ও জমি কিনবে।
অন্যদিকে স্কয়ার টেক্সটাইলের পরিচালনা পর্ষদ বিএমআরই প্রকল্পের জন্য ৩০ কোটি টাকা অনুমোদন করেছে। এছাড়া ও কোম্পানটি ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণের জন্য জমি কিনবে।

কোন মন্তব্য নেই