শর্ত দিয়ে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শর্ত দিয়ে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের







তুরস্কের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিষেধাজ্ঞা আরোপের দশ দিনের মাথায় বুধবার হোয়াইট হাউসে তিনি জানান, সিরিয়ায় স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তুরস্ক। যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রক্ষা করলে খুব শিগগিরই আঙ্কারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। খবর বিবিসি'র।



চলতি মাসের শুরুতে সীমান্তের ৩০ কিলোমিটারকে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করতে কুর্দিবিরোধী অভিযান শুরু করে তুরস্ক। এই অভিযানের জেরে আঙ্কার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন।


কোন মন্তব্য নেই