বজ্রপাতে একই পরিবারের চারজন নিহত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বজ্রপাতে একই পরিবারের চারজন নিহত



চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় ঘুরতে গিয়ে বজ্রপাতে একই পরিবারের চারজন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে।

নিহতরা হলেন- ওয়াহিদা বেগম, ওয়াহিদার মেয়ে রেহেনা বেগম, রেহেনার ছেলে সাব্বির ও মেয়ে সামিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা রোববার দুপুরে কুমিল্লার চান্দিনা থেকে চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় ঘুরতে আসেন। এ সময় হঠাৎ বজ্রপাতে চারজনেই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুজা উদ দৌলা চারজনকেই মৃত ঘোষণা করেন।


কোন মন্তব্য নেই