ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার হলেন যারা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার হলেন যারা



রাজধানীর বিভিন্ন ক্লাবে অবৈধ ক্যাসিনো পরিচালনাকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করছে আইন-শৃঙ্খলাবাহিনী। কয়েক সপ্তাহ ধরে চলা এ অভিযানে ক্যাসিনোর সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ আজ রোববার ভোরে যুবলীগের আলোচিত নেতা ইসমাইল হোসেন সম্রাটকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারের পর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করার কথাও জানিয়েছে র‌্যাব।

ক্যাসিনো কাণ্ডে এ পর্যন্ত গ্রেফতার হয়েছেন যারা: যুবলীগ নেতা সম্রাট, খালেদ মাহমুদ ভূঁইয়া, জিকে শামীম, কৃষক লীগের নেতা শফিকুল আলম, মোহামেডান ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া, গেন্ডারিয়ায় যুবলীগ নেতা এনামুল হক এনু, রুপম ভুঁইয়া এবং অনলাইন ক্যাসিনো এর মূল হোতা সেলিম প্রধান।

গ্রেফতার অভিযানে প্রায় সবার কাছে থেকে মোটা অংকের নগদ টাকা, অবৈধ অস্ত্র, স্বর্ণ, মাদক জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। এছাড়া গেন্ডারিয়ায় যুবলীগ নেতা এনামুল হক এনু, রুপম ভুঁইয়ার বাসা থেকে ভল্ট জব্দ করা হয়েছে। ক্যাসিনো থেকে পাওয়া অবৈধ টাকা ও স্বর্ণ রাখার জন্য এসব ভল্ট ব্যবহার করতেন তারা।


কোন মন্তব্য নেই