আবারও বাবা হচ্ছেন তামিম
বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খানের পরিবারে আসতে যাচ্ছে নতুন অতিথি। দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন এই ক্রিকেটার। আগামী মাসের মাঝামাঝি সময়ে ইকবাল পরিবারে আসতে যাচ্ছে তামিমের দ্বিতীয় সন্তান।
বিষয়টি নিশ্চিত করেছেন তামিমের জীবন সঙ্গিনী আয়েশা সিদ্দিকা। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামের একটি ছবি পোস্ট করে এই সুখবর জানান তিনি।
নিজের ইনস্টা হ্যান্ডেল পাশাপাশি দুটি ছবি পোস্ট করে তিনি লেখেন- ‘আমি জানি, ছবিটির মান খুব একটা ভাল নয়। তবে ছবিটি আমার কাছে অমূল্য। আমাদের চারজনের পরিবার ইনশাল্লাহ।’
ছবিতে দেখা যাচ্ছে, ছেলে আরহাম ইকবালকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন তামিম। পাশে ঢিলেঢালা পোশাক আছেন আয়েশা। দুজনকেই বেশ খোশ মেজাজে দেখা যাচ্ছে ছবিতে।
দীর্ঘদিন ভালোবাসার সম্পর্কে আবদ্ধ থেকে ২০১৩ সালের জুনে ঢাকঢোল পিটিয়ে আয়েশাকে বিয়ে করেন জাতীয় দলের এই ওপেনার। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে তামিম-আয়েশার ঘর আলো করে আসে আরহাম।
কোন মন্তব্য নেই