১৫ মিনিটের বেশি টয়লেটে থাকলে 'কঠোর ব্যবস্থা' - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

১৫ মিনিটের বেশি টয়লেটে থাকলে 'কঠোর ব্যবস্থা'



হিউম্যান বডি সেন্সরের পাশাপাশি টয়লেটে অবস্থানকারীদের শনাক্তে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে

কাজের ফাঁকে টয়লেটে বসে খবরের কাগজ পড়া বা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায় অনেককেই। তবে চীনে যদি কারো এমন অভ্যাস থাকে তাহলে তা বদলাতে হবে শিগগিরই। কারণ, দেশটির রাজধানী বেইজিংয়ে নির্মাণ করা হয়েছে এক ধরনের স্মার্ট টয়লেট। সেগুলোর মাধ্যমে কেউ বেশি সময় টয়লেটে কাটাচ্ছে কিনা তা শনাক্ত করা যাবে।

সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়, বেইজিংজুড়ে নির্মাণ করা হয়েছে ১৫০টি স্মার্ট টয়লেট। সেগুলোতে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এর ফলে টয়লেটগুলোতে কেউ ১৫ মিনিটের বেশি অবস্থান করলেই শনাক্ত হয়ে যাবেন। আর তার বিরুদ্ধে 'কঠোর ব্যবস্থা' নিতে সেখান থেকে বার্তা চলে যাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। 

সংবাদমাধ্যমটি জানায়, টয়লেটগুলোতে হিউম্যান বডি সেন্সরের পাশাপাশি টয়লেটে অবস্থানকারীদের শনাক্তে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এ প্রযুক্তির মাধ্যমে কোনো ব্যক্তি কতক্ষণ সেখানে থাকছেন তা জানা যাবে। 

জানা গেছে, চীনে বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বৃদ্ধির দিকে নজর দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবেই দেশটিতে এমন টয়লেট নির্মাণ করা হলো।   

কোন মন্তব্য নেই