বাল্যবিয়ে আড়াল করতে কনের আসনে ভাবি! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাল্যবিয়ে আড়াল করতে কনের আসনে ভাবি!



নাটোরের গুরুদাসপুর উপজেলায় বাল্যবিবাহ হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হলে বের হয়ে আসে এ চমকপ্রদ ঘটনা


নাটোরের গুরুদাসপুর উপজেলায় বাল্যবিয়ে আড়াল করতে কনের আসনে বসলেন ভাবি।



শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা ভূমি কর্মকর্তা নাহিদ হাসানকে ঘটনাস্থলে পাঠানো হলে বের হয়ে আসে এ চমকপ্রদ ঘটনা। 

এসময় বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারামতে, অভিভাবকদের ৫ হাজার টাকা জরিমানা করা হয় নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমাল হোসেন।

তিনি জানান, “শুক্রবার বাল্যবিবাহ হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয় বিয়েবাড়িতে। তবে কনের বয়স ঠিক মনে হলে অভিযানকারী ওই কর্মকর্তার সন্দেহ হয়। পরে কনের বদলে তার ভাবিকে স্টেজে বসানোর বিষয়টি প্রকাশ পেয়ে যায়। এসময় প্রকৃত কনে ও তার করকে আটক করে নিয়ে আসা হয়।”

এছাড়াও ভবিষ্যতে এমন প্রতারণার আশ্রয় নেবে না এবং ১৮ বছর পূর্ণ না হলে ওই মেয়েকে বিয়ে দেবে না এমন মুচলেকা নেওয়া হয় বলেও তিনি জানান।


কোন মন্তব্য নেই