অ্যান্ড্রয়েড ফোনের স্টক অ্যাপ মুছে ফেলবেন যেভাবে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অ্যান্ড্রয়েড ফোনের স্টক অ্যাপ মুছে ফেলবেন যেভাবে



অ্যান্ড্রয়েড স্মার্টফোনে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কিছু অ্যাপ প্রি-ইনস্টল করে দেয়। ফোনের স্টোরেজ দখল করে রাখা প্রায় অব্যবহৃত এসব অ্যাপগুলো সাধারণভাবে ব্লোটওয়্যার নামে পরিচিত।

অপ্রয়োজনীয় এসব অ্যাপ আন-ইনস্টলও করা যায় না, ফলে স্টোরেজের বড় একটি অংশ দখল করে থাকা ভারী এসব অ্যাপ এক রকম বাধ্য হয়েই ফোনে রাখতে হয়। ফোন রুটিং ছাড়া এসব অ্যাপ আন-ইনস্টল করার পদ্ধতি নিয়েই সাজানো হয়েছে এই আর্টিকেল।

পদ্ধতি-১: স্মার্টফোন সেটিংস থেকে
অ্যাপ আন-ইনস্টলের সবচেয়ে সাধারণ ও পুরনো ব্যবস্থা হলো ফোন সেটিংসের ডিফল্ট পদ্ধতি প্রয়োগ। এক্ষেত্রে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।

Settings > Apps or Applications > Application Manager > Look for the app and try uninstalling

দ্রষ্টব্য: সব ফোনের ক্ষেত্রে এই প্রক্রিয়া কার্যকর নাও হতে পারে। পদ্ধতি-১ কার্যকর না হলে সেক্ষেত্রে পদ্ধতি ২ অনুসরণ করা যেতে পারে।

পদ্ধতি-২: ডিব্লোয়েটার সফটওয়্যারের মাধ্যমে
ডিব্লোয়েটার হল একটি উইন্ডোজ সফটওয়্যার, যা ফোনের স্টক অ্যাপ স্ক্যান করে আন-ইনস্টল করতে সহায়তা করে।

এই পদ্ধতি প্রয়োগের জন্য প্রথমে ফোনের সেটিংস থেকে Developer Options চালু করে নিতে হবে। এটি করতে Settings > About Phone > Build Number পরপর ৭বার ট্যাপ করে অপশনটি চালু করতে হবে।

অপশনটি সচল হলে Developer Options এ গিয়ে USB Debugging চালু করতে হবে।

এরপর-

আপনার উইন্ডোজ পিসিতে যেকোন একটি Debloater tool ডাউনলোড করে ইনস্টল করুন
ইনস্টলকৃত সফটওয়্যারটি চালু করে ইউএসবি ক্যাবলের মাধ্যমে আপনার পিসির সাথে ফোনটি সংযোগ প্রদান করুন
অ্যান্ড্রয়েড ডিভাইসটি খুঁজে পাওয়া ও সংযোগ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন
পিসিতে ফোন খুঁজে পাওয়া গেলে Read Phone Packages অপশনটিতে ক্লিক করুন
এর ফলে ফোনে ইনস্টলকৃত কোন কোন অ্যাপ অতিরিক্ত জায়গা দখল ও মেসেজ ব্লক করে রেখে তা দেখাবে
এবার, যেসব অ্যাপ আন-ইনস্টল করতে চান, সেটি ক্লিক করে Apply বাটন চেপে স্মার্টফোন থেকে সরিয়ে দিন। এভাবে যতগুলো অ্যাপ আন-ইনস্টল করতে চান, সবগুলোর ক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগ করুন।
অ্যাপগুলো পুনরায় ইনস্টল করতে চাইলে একই প্রক্রিয়া অবলম্বন করে ফিরে পাওয়া যাবে।

কোন মন্তব্য নেই