১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ



১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। 

পরীক্ষায় ১৩ হাজার ৩৫৪ জন উত্তীর্ণ হয়েছেন। স্কুল পর্যায়ে ১০ হাজার ৯৬৮ জন, স্কুল-২ পর্যায়ে ৭৭০ জন এবং কলেজ পর্যায়ে ১ হাজার ৬০৭ জন উত্তীর্ণ হয়েছেন।

উত্তীর্ণদের পরবর্তী মৌখিক পরীক্ষার সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

গত ২৬ ও ২৭ জুলাই অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ১ লাখ ২১ হাজার ৬৬০ জন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। এর আগে ১৫তম শিক্ষক নিববন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৫২ হাজার পরীক্ষার্থী। 

কোন মন্তব্য নেই