সাদা পোশাকে টাইগারদের সফল অধিনায়ক যারা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সাদা পোশাকে টাইগারদের সফল অধিনায়ক যারা

আজ থেকে প্রায় দুই দশক আগের কথা। সালটা ছিল ২০০০। সাদা পোশাকে ক্রিকেট অঙ্গনে যাত্রা শুরু টাইগারদের। সেই থেকে এখন পর্যন্ত বাংলাদেশ খেলেছে ১৩৪ টি টেস্ট। পেয়েছে ১০ জন অধিনায়ক। ১৩৫ তম টেস্টে বাংলাদেশ কাল বাংলাদেশ পাচ্ছে নতুন এক অধিনায়ক। মমিনুল হকের নেতৃত্বে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে কাল ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশের ১১ তম টেস্ট অধিনায়ক হিসেবে কাল অভিষেক হতে যাচ্ছে ২৮ বছর বয়সি এই ক্রিকেটারের।

২০০০ সালে টাইগাররা প্রথম সাদা পোশাকে নেমেছিল নাইমুর ইসলাম দুর্জয়ের নেতৃত্বে। ভারতের বিপক্ষে খেলা সেই টেস্টে প্রতিপক্ষের নেতৃত্ব দিয়েছিলেন বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। দুর্জয়ের পর একে একে অধিনায়কত্বে আসেন খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদ। ১১ তম অধিনায়ক হিসেবে কাল মাঠে নামছেন মমিনুল হক।

দুর্জয়ের বাংলাদেশ টেস্ট খেলেছিল ৭ টি। এর ভেতর ৬ টি ম্যাচেই হেরেছিল বাংলাদেশ। একটি ম্যাচ হয়েছিল ড্র। খালেদ মাসুদ পাইলটের অধীনে টেস্ট হয়েছিল ১২ টি যেখানে ছিল না একটি জয় কিংবা ড্রয়ের স্বাদ। খালেদ মাসুদ সুজনও ৯ টি টেস্ট খেলে বাংলাদেশকে হার ছাড়া কিছুই উপহার দিতে পারেননি।

তবে পরাজয়ের চক্র ভেঙ্গেছিলেন হাবিবুল বাশার সুমন। ২০০৪ সালে বাংলাদেশকে প্রথম টেস্ট জয়ের স্বাদ এনে দেন সাবেক এই অধিনায়ক। প্রথম টেস্ট জয় পায় বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে। তাঁর অধীনে ১৮ টেস্টে এক জয়, ১৩ পরাজয় এবং চারটি ড্র করে টাইগাররা।

এরপর বাংলাদেশের টেস্ট দলের দায়িত্ব নেন আশরাফুল। তাঁর নেতৃত্বে বাংলাদেশ ১৩ ম্যাচ খেলে ১২ টিতে পরাজয় বরণ করে। একটি টেস্ট হয় ড্র।

আশরাফুলের পর অধিনায়কের আসনে বসেন মাশরাফি। জিতিয়েছিলেন বাংলাদেশকে উইন্ডিজের বিপক্ষে। মাশরাফি টেস্ট থেকে অবসরে গেলে তাঁর স্থলাভিষিক্ত হন সাকিব আল হাসান। ১৪ ম্যাচ নেতৃত্ব দিয়ে ১১ হারের পাশাপাশি জিতিয়েছিলেন ৩ টি টেস্টে।

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের স্বর্ণযুগ চলে মুশফিকুর রহিমের শাসনামলে। মুশফিকের অধীনে বাংলাদেশ খেলেছিল সর্বাধিক টেস্ট। যেখানে ছিল ৭ টি জয়, ১৮ টি হার এবং ৯ টি ড্র।

তামিমের অধীনে এক মাত্র টেস্ট হয় নিউজিল্যান্ডের বিপক্ষে যেটিতে হেরেছিল বাংলাদেশ। মাহমুদউল্লাহ অধিনায়কত্বে বাংলাদেশ খেলেছিল ৬ টি। এর ভেতর একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। বাকি ৫ টিতে পেয়েছে হারের তিক্ত স্বাদ।

১১ তম অধিনায়ক হিসেবে কাল অভিষেক হবে মমিনুল হকের। তাঁর অধিনেই বাংলাদেশ খেলবে টেস্ট চ্যাম্পিয়নশিপের এবং দিবা রাত্রির প্রথম টেস্ট।

এযাবৎকালে বাংলাদেশ ১০ অধিনায়কের নেতৃত্বে ১৩৪ টেস্টে জয় পেয়েছে ১৪ টি টেস্টে। হেরেছে ৮৫ ম্যাচে আর ড্র করেছে ১৬ বার। কাল ইন্দোরে ১১৫ তম ম্যাচ খেলতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

কোন মন্তব্য নেই