ঘূর্ণিঝড় বুলবুল : কোটালীপাড়ায় শিশুসহ নিহত ২ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ঘূর্ণিঝড় বুলবুল : কোটালীপাড়ায় শিশুসহ নিহত ২



গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে শিশুসহ ২ জন নিহত হয়েছে। নিহত দুইজনের নাম সাথী বৈদ্য (৬) ও সেকেল হাওলাদার (৭০)। এদের মধ্যে সেকেল হাওলাদার রোববার উপজেলার বান্ধাবাড়ি গ্রামে গাছ চাপা পড়ে নিহত হয়। তিনি উপজেলার বান্ধাবাড়ি গ্রামের মৃত হাসান উদ্দিন হাওলাদারের ছেলে।

অপরদিকে সোমবার উপজেলার কান্দি ইউনিয়নের কান্দি গ্রামে গাছের ভাঙ্গা ডাল মাথায় পড়ে গুরুতর আহত হয় শিশু সাথী বৈদ্য। পরে সাথী বৈদ্যকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাথী বৈদ্য কান্দি গ্রামের সুখরঞ্জন বৈদ্যর মেয়ে।

এছাড়াও ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে উপজেলায় শতাধিক ঘরবাড়ি, পোল্ট্রি শেড বিধ্বস্ত হয়েছে। হাজার হাজার গাছপালা উপড়ে পড়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ছিড়ে গেছে। মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে সড়কের পাশের গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় বর্তমানে উপজেলার সকল সড়কের যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, আমরা এ পর্যন্ত সেকেল হাওলাদার নামে এক বৃদ্ধ ও সাথী বৈদ্য নামে এক শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি। এ ছাড়াও উপজেলার ঘরবাড়ি, পোল্ট্রি সেট, রাস্তাঘাট, বিদ্যুৎ ও মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ করছি।

কোন মন্তব্য নেই