বুলবুল’র আঘাতে ৯৫ হাজার কিলোমিটার বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বুলবুল’র আঘাতে ৯৫ হাজার কিলোমিটার বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত



ঘুর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে দেশের বিভিন্ন এলাকার ২১টি জেলায় ৯৫ কিলোমিটার বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হগয়েছে।
আজ সোমবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিদ্যুৎ লাইনের ওপর গাছ পড়ায় এবং বিদ্যুতের খুঁটি ও লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎহীন রয়েছেন ৫০ লাখ গ্রাহক।  মঙ্গলবারের মধ্যে সব লাইন সচল করা হবে বলেও জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।   

এর আগে, সুন্দরবনের বাংলাদেশ অংশে আঘাত হানে অতিপ্রবল ঘূর্ণিঝড় বুলবুল। বুলবুলের অগ্রবর্তী অংশ আছড়ে পড়ে সুন্দরবনের বঙ্গবন্ধু আইল্যান্ড, হিরণ পয়েন্ট, দুবলার চর, মেহের আলীর চর, অফিসকিল্লা, মাঝের চর, আলোর কোল, মরণের চরে। তছনছ করে দিয়েছে দুবলার চরের অস্থায়ী শুঁটকিপল্লী।

কোন মন্তব্য নেই