ম্যানইউর প্রতিনিধি দল আসছে আজ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ম্যানইউর প্রতিনিধি দল আসছে আজ

আগামী বছর ১৭ই মার্চ থেকে পরের বছর ১৭ই মার্চ পর্যন্ত নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। সেখানে থাকবে খেলাধুলারও নানা আয়োজন। ‘মুজিববর্ষে’ প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় আসতে পারে ইংলিশ প্রিমিয়ার লীগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। আগামী জুনে ঢাকায় আসার সম্ভাবনা ইংলিশ প্রিমিয়ার লীগের জনপ্রিয় ক্লাবটির।
ইংল্যান্ডের শীর্ষ ফুটবল মঞ্চের সাবেক চ্যাম্পিয়নদের আনতে সর্বোচ্চ চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাতে সায় দিয়েই আজ ঢাকায় পা রাখবেন ম্যানইউর প্রতিনিধি দল। ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও হোটেলের সার্বিক ব্যবস্থাপনাসহ নিরাপত্তা ব্যবস্থা দেখবেন ম্যানইউর এই প্রতিনিধি দল। সবকিছু দেখে তারা সন্তুষ্ট হলে দল পাঠানোর বিষয়টি নিশ্চিত করবে ইউনাইটেড। ম্যানইউ প্রতিনিধি দলের ঢাকায় আসার খবর জানিয়ে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘আমরা অনেক ক্লাবের সঙ্গে যোগাযোগ করে চলেছি।
এরই অংশ হিসেবে ম্যানইউর প্রতিনিধি দল ঢাকায় আসবে। তারা আমাদের এখানে সবকিছু দেখবে। তাদের সন্তুষ্টির ভিত্তিতে দল পাঠানোর বিষয়টি নিশ্চিত করবে ম্যানইউ।’ ক্রীড়া মন্ত্রণালয়ের তরফ থেকে ম্যানইউ’র বাংলাদেশ সফরে সর্বাত্মক সহযোগিতা করার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। এ বিষয়ে তিনি বলেন, ম্যানইউ’র প্রতিনিধি দলের ঢাকা সফরের কথা বাফুফে আমাকে জানিয়েছে। আমরা মন্ত্রণালয়ের তরফ থেকে সর্বাত্মক সহযোগিতার কথা বলেছি। ম্যানচেস্টার ইউনাইটেড এলে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গেও প্রীতি ম্যাচ খেলতে পারে বলে আভাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ম্যানইউর প্রতিপক্ষ নিয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ম্যানইউর বিষয়টি নিশ্চিত হলেই আমরা তাদের প্রতিপক্ষ চূড়ান্ত করবো। সেটা হতে পারে ইউরোপের অন্য কোনো বড় ক্লাব। আমাদের তালিকায় জুভেন্টাস, পিএসজির মতো দলও আছে।’ তবে এ ম্যাচের তারিখ সর্ম্পকে কিছুই জানাননি বাফুফের এই নির্বাহী কর্মকর্তা।

কোন মন্তব্য নেই