বাংলাদেশের জন্য মাইলফলক হলি আর্টিজান মামলার রায়: যুক্তরাষ্ট্র - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাংলাদেশের জন্য মাইলফলক হলি আর্টিজান মামলার রায়: যুক্তরাষ্ট্র



বহুল আলোচিত গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলার রায়কে বাংলাদেশের জন্য মাইলফলক হিসেবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র। এ রায় ঘোষণার পরপরই ঢাকার মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ‘এ রায়ের ফলে সেদিনের নির্মম হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। এই বিচার বাংলাদেশের জন্য মাইলফলকস্বরূপ।’

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এই হামলার তদন্তকাজে বাংলাদেশ সরকারকে সহায়তা করতে পেরে সম্মানিত। বাংলাদেশকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং বিশেষ করে আইনের শাসন পরিস্থিতির উন্নয়নে সহায়তা অব্যাহত রাখার ব্যাপারে অঙ্গীকারবদ্  যুক্তরাষ্ট্র। এতে আরও বলা হয়, এই ভাবগম্ভীর মুহূর্তে হত্যাকাণ্ডের শিকার সাধারণ নাগরিক এবং ঘৃণ্য ওই সন্ত্রাসী হামলার মোকাবেলায় হতাহত আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের প্রিয়জনদের প্রতি যুক্তরাষ্ট্র পুনরায় গভীর শোক প্রকাশ করছে।

২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজান বেকারিতে ভয়ঙ্কর জঙ্গি হামলায় স্তম্ভিত হয়ে গিয়েছিল পুরো দেশ। ২০১৮ সালের ২৬ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই হামলা মামলার বিচার কাজ শুরু হয়। বুধবার দুপুরে আলোচিত এ জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনার মামলার রায়ে ৭ জনকে মৃত্যুদণ্ড ও ১ জনকে খালাস দিয়েছেন আদালত।

কোন মন্তব্য নেই