রেফারিকে লাঞ্ছিত করার ঘটনা ভিডিও করায় সংঘর্ষ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রেফারিকে লাঞ্ছিত করার ঘটনা ভিডিও করায় সংঘর্ষ



আন্তহল ফুটবল প্রতিযোগিতা নিয়ে সংঘর্ষে ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(কুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া শনিবার বিকেল পাঁচটার মধ্যে ছাত্রদের ও রোববার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার জি এম শহিদুল আলম শুক্রবার রাত সাড়ে ১১টায় এই বিজ্ঞপ্তি জারি করেন।

এর আগে শুক্রবার বিকেলে আন্তহল ফুটবল খেলা নিয়ে রেফারিকে লাঞ্ছিত ও ফজলুল হক হলের এক ছাত্রকে
মারধর করা হয়। এ ঘটনায় ক্যাম্পাসে একুশে হল ও ফজলুল হক হলের ছাত্রদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার বলেন, শুক্রবার বিকেলে ক্যাম্পাসে লালন শাহ হল ও একুশে হলের ছাত্রদের মধ্যে ফুটবল খেলা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়। এসময় রেফারিকে লাঞ্ছিত করার ঘটনা ফজলুল হক হলের এক শিক্ষার্থী ভিডিও করেন। এতে ওই শিক্ষার্থীকেও মারধর করা হয়।

পরে ক্যাম্পাসে একুশে হল ও ফজলুল হক হলের ছাত্রদের মধ্যে উত্তেজনা দেখা দিলে সংঘর্ষ এড়াতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।

তিনি বলেন, শনিবার সকাল থেকেই ছাত্ররা হল ত্যাগ করতে শুরু করেছে। এছাড়া ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।

কোন মন্তব্য নেই