৩ জানুয়ারি: হাসতে নেই মানা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

৩ জানুয়ারি: হাসতে নেই মানা

* জোকস-১

যুবক: আমি ১৫ বছর ধরে আপনার মেয়েকে ভালোবাসি।

প্রেমিকার বাবা: তাহলে তুমি এখন কী চাও?

যুবক: আমি তাকে বিয়ে করতে চাই।

প্রেমিকার বাবা: তাও ভালো, আমি ভেবেছিলাম তুমি ‘পেনশন’ চাইতে এসেছো!
* জোকস-২

কম্পিউটারের সামনে বসে কাজ করছে এক প্রোগ্রামার। তার দৃষ্টি আকর্ষণের নানাবিধ চেষ্টা ব্যর্থ হওয়ার পর স্ত্রী নতুন কেশবিন্যাস করল, নতুন পোশাক পরল, মেকআপ করল মন দিয়ে।

তারপর তার কাছে গিয়ে বলল, ‘আমার দিকে তাকিয়ে দেখো তো। কোন পরিবর্তন লক্ষ্য করছো?’ স্ত্রীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে প্রোগ্রামার বলল, ‘নতুন স্কিন?’

* জোকস-৩

দেবর-ভাবির মধ্যে কথা হচ্ছে। দেবর লাজুক হাসি হেসে বলল, ‘জানেন ভাবি, কলেজে একটা মেয়ে আমাকে দেখে মুচকি হাসে।’

ভাবি বলল, ‘তা-ও তো ভালো, মেয়েটা তোমাকে দেখে মুচকি হাসে।’

দেবর বলল, ‘একথা বলছেন কেন ভাবি?’ ভাবি এবার বললেন, ‘আমি যখন এ বাড়িতে এসে প্রথম তোমাকে দেখেছিলাম, আমি তো টানা তিন দিন হাসি থামাতে পারিনি।’

কোন মন্তব্য নেই