আরবদের পোশাকে কুয়েট শিক্ষার্থীরা, বিব্রত প্রশাসন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আরবদের পোশাকে কুয়েট শিক্ষার্থীরা, বিব্রত প্রশাসন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কম্পিউটার প্রকৌশল বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থীরা ক্যাম্পাসে উৎসব উপলক্ষে আরবদের পোশাক পরে আসায় বিব্রত হয়েছে কুয়েট প্রশাসন। 
সম্প্রতি নিজেদের শেষ ক্লাসে আরবদের পোশাক পরে আসেন প্রকৌশল বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থীরা। এসব ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ নিয়ে নানা ধরনের সমালোচনাও হয়। এর প্রেক্ষিতে বুধবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কুয়েট প্রশাসন। 



বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জি এম শহীদুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসে উৎসব উপলক্ষে শিক্ষার্থীরা দলগতভাবে কিছু নির্দিষ্ট পোশাক পরিধান করে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে- যা বাংলাদেশের সংস্কৃতির পরিপন্থী। এটা করে তারা বিশ্ববিদ্যালয়কে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। এক্ষেত্রে শিক্ষার্থীদের ছাত্র কল্যাণ দপ্তর, সংশ্লিষ্ট হল প্রভোস্ট ও বিভাগীয় প্রধানদের কাছ থেকে পোশাক সংক্রান্ত মতামত গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

কোন মন্তব্য নেই