বাজারে বেঙ্গল গ্রুপের মোবাইল ফোন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাজারে বেঙ্গল গ্রুপের মোবাইল ফোন


বছরের শুরুতেই বেঙ্গল গ্রুপ বাজারে আনল নতুন মোবাইল ফোন। বুধবার তেজগাঁওয়ের বেঙ্গল স্কয়ারে 'বেঙ্গল' ব্র্যান্ডের ৬টি মডেলের মোবাইল ফোনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং বেঙ্গল মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু, জেনারেল ম্যানেজার (অপারেশন) প্রকৌশলী নাহিদুল ইসলাম, এজিএম (মার্কেটিং) কামরুল ইসলাম, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান এবং বেঙ্গল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুলভ মূল্যের এই ফোনগুলোর ব্যাটারি উচ্চ ক্ষমতার হওয়ায় ব্যবহারকারীকে চার্জ নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। শক্তিশালী ব্যাটারির সঙ্গে আছে উচ্চ ক্ষমতার টর্চলাইট। ফোনগুলোর স্পিকার এবং সাউন্ড কোয়ালিটিও উচ্চমানের। বেঙ্গল ফোনের জেনারেল ম্যানেজার (অপারেশন) প্রকৌশলী নাহিদুল ইসলাম জানান, আমাদের মোবাইল ফোনসেটগুলো ক্রেতাদের ক্রয়ক্ষমতা বিবেচনা করেই বাজারে আনা হয়েছে। আমরা খুব শিগগির দেশেই নিজস্ব কারখানায় মোবাইল উৎপাদন শুরু করব।

নতুন বছরকে মাথায় রেখে আমাদের দেশীয় ব্রান্ড বেঙ্গল মোবাইল বাজারে নিয়ে এসেছে তাদের বিজি সিরিজের নতুন মোবাইল ফোন বিজি-৩০২!!!
চলুন এবার দেখে নেয়া যাক কী আছে বিজি-৩০২ ফোনটি তে
ডিসপ্লেঃ ২.৮ ইঞ্চি টিএফটি স্ক্রিন।
স্টোরেজঃ ৩২ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধা।
ক্যামেরাঃ ডিজিটাল ক্যামেরা।
ব্যাটারীঃ ২৫০০ এমএএইচ (লিথিয়াম-আয়ন)
Services: GPRS,WAP, STK, Turns on/off animation, Game, SMS Saving-200, MassSMS, clock, Auto call recording, Wireless FM radio with record, Strong LED Torch, Full Painting, Phone Book-500,Vibration, 0 key power saving mode.
ডিজাইনঃ ফোনটির দৈর্ঘ্য ও প্রস্থ ১২৬X৫৩ মিলিমিটার এবং পুরুত্ব ১৩মিলিমিটার।
অডিও-ভিডিওঃ সংগীত প্রেমীদের জন্য কম মুল্যের বাজেটের মধ্য বিজি -৩০২একটি অসাধারণ মিউজিক ডিভাইস।
এর সাউন্ড কোয়ালিটি আসলেই মুগ্ধ করার মত,এর ২৫৩৫ বক্স স্পিকার এর সাউন্ড কোয়ালিটি যথেষ্ঠ জোরালো। MP3, MP4,সাপোর্ট সম্বলিত এবং অডিও - ভিডিও চালানোর জন্য থাকছে Audio Player & Video Player.
ব্যাটারি ব্যাকআপঃ বিজি-৩০২ ফোনটিতে আপনি নরমাল ইউজে চার দিন আর রাফ ইউজে দুইদিন ব্যাকাপ পাবেন, এছাড়াও স্ট্যান্ডবাই ১০ দিন চার্জ এর ব্যাকাপ পাবেন। আর একটানা যদি কথা বলেন তাহলে বিজি-৩০২ এ কথা বলা যায় টানা ৯ ঘন্টা। বিজি-৩০২ ফোনটিতে ব্যাটারি হিসেবে দেয়া হয়েছে ২৫০০ এমএএইচ ক্যাপাসিটি যুক্ত শক্তিশালী লিথিয়াম-আয়ন ব্যাটারি।
কানেক্টিভিটি ও অন্যান্য বিজি-৩০২ ফোনটিতে বাজারের অন্যান্য ফোন গুলোর মত কানেক্টিভিটি সুবিধা বিদ্যমান। এতে GPRS, WAP তো আছেই সেই সাথে ইউএসবি কানেক্টিভিটির জন্য রয়েছে মাইক্রোইউএসবি ২.০ পোর্টও। হেডফোন কানেক্ট করার জন্য এতে রয়েছে প্রচলিত ৩.৫ মি.মি হেডফোন জ্যাক।
সিম কার্ডঃ বিজি-৩০২ হল ৪টি সিম কার্ড সম্বলিত ফোন, এতে একসাথে ৪ টি সিম কার্ড ব্যবহার করার সুবিধা রয়েছে।

কোন মন্তব্য নেই