আণবিক বোমা তৈরির পথে ইরান! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আণবিক বোমা তৈরির পথে ইরান!

বাগদাদে মার্কিন হামলায় ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলেমানিসহ ১০ জন নিহত হন। এরপর থেকেই প্রচন্ড উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। এ পরিস্থিতিতে ইরান জানিয়েছে, ২০১৫ সালের পরমাণু চুক্তি তারা আর মানবে না। ইরানের এই সিদ্ধান্তে সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছে পুরো বিশ্ব। প্রশ্ন জেগেছে, তাহলে কি আণবিক বোমা তৈরির পথে ইরান? 

২০১৫ সালে যুক্তরাষ্ট্রের  চাপেই পরমাণু চুক্তিতে মত দিয়েছিল ইরান। তবে সোলেমানির মৃত্যুর পর চিত্র পাল্টে গেছে। নিষেধাজ্ঞা ভেঙে ইরান এবার পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা শুরু করতে পারে। যদি সেটাই হয় তা হলে ভবিষ্যতে ওই অঞ্চলে আণবিক যুদ্ধের আশঙ্কা আরও জোরদার হবে। এই উত্তেজনায় আগুনে ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

টুইটে হুঁশিয়ার করে জানান তিনি,ইরানের ৫২টি গুরুত্বপূর্ণ এলাকাকে টার্গেট করেছে যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষ থেকে মার্কিনি সম্পদ বা কর্মকর্তাদের ক্ষতি করার চেষ্টা করা হলে, পাল্টা সেইসব গুরুত্বপূর্ণ এলাকায় হামলা চালাবে মার্কিন সেনারা। রোববার তেহরানে ক্যাবিনেট মিটিংয়ের শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে পরমাণু চুক্তি আর মানা হবে না। ২০১৬ এ চুক্তিটি বলবৎ হয়। এ চুক্তির ফলে সমস্ত পারমাণবিক কার্যকলাপ বন্ধ করে দেয় ইরান। তার বিপরীতে সে দেশের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি হয় যুক্তরাষ্ট্র। 

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, 'পরমাণু চুক্তি অনুযায়ী গবেষণায় অনেক নিষেধাজ্ঞা মেনে চলতাম। কিন্তু ইসলামিক রিপাবলিক অব ইরান আর কোনও বিধিনিষেধ মেনে চলতে বাধ্য নয়।' দেশ থেকে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি সেনাদের বহিষ্কার করার প্রস্তাব পাস করেছে ইরাকের সংসদ। পাল্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে এই পদক্ষেপ গ্রহণ করলে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়বে ইরাককে। 

কোন মন্তব্য নেই