নতুন দশকে জ্বালানি তেলের বাজারে মিশ্রভাব - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নতুন দশকে জ্বালানি তেলের বাজারে মিশ্রভাব

গেল দশকের মতোই আসছে দশকে মিশ্রভাব থাকছে বিশ্বের জ্বালানি তেলের বাজার। এমনটাই মনে করছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি। গেল দশকে ২০১৬ সালে জ্বালানির দর কমে ব্যারেল প্রতি সর্বনিম্ন ৩০ ডলারে নেমেছিল। ২০১২ সালে আবার সর্বোচ্চ ১২৫ ডলারে উঠেছিল। গেল দশকের পুরোটাই জ্বালানি তেলের দরে স্থিতিশীলতা আনার চেষ্টা করা হয়েছে।

গবেষণা বলছে, ২০২০ সালের শুরুর দিকে জ্বালানির দর স্থিতিশীলই থাকবে। ২০৩০ সাল পর্যন্ত দর ঊর্ধ্বমুখী থাকলেও কমবে চাহিদা।

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ায়, বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ায় কমবে জ্বালানির চাহিদা। সেইসঙ্গে কমবে এ খাতে বিনিয়োগ।


কোন মন্তব্য নেই