বাণিজ্যমেলায় বিক্রি বেড়েছে শীতের পোশাকের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাণিজ্যমেলায় বিক্রি বেড়েছে শীতের পোশাকের

বৃষ্টি, শৈত্য প্রবাহ এবং ঠান্ডা আবহাওয়ার কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শীতের পোশাকের চাহিদা বেশি।
রাতভর বৃষ্টি আর ঠান্ডা আবহাওয়ায় ঢাকা আন্তজার্তিক বাণিজ্যমেলায় সকালের দিকে দর্শনার্থী কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। শীতের কারণে মেলায় বিক্রি বেড়েছে শীতের পোশাকের। দেশি-বিদেশি বিক্রেতারা বলছেন, এবার শীতের তীব্রতা বেশি থাকায় শীতের পোশাকের চাহিদাও বেশি।

শুক্রবার ছুটির সকালে রাজধানীতে বৃষ্টি থেমে যাওয়ার পরপরই বাণিজ্য মেলায় আসতে শুরু করেন ক্রেতা-দর্শনার্থীরা। শীতের পোশাকের দোকানগুলো ঘিরেই ছিল ক্রেতাদের বেশি আগ্রহ।

মেলায় বাড়তি প্রচারের আশায় এসেছে বেশ কিছু ফ্যাশন হাউস। নানা রং আর দৃষ্টিনন্দন ডিজাইনের এসব পোশাকে যেন আটকে যায় ক্রেতার নজর। এবার দেশে শীতের তীব্রতা একটু বেশি হওয়ায় বিদেশি স্টলগুলোও এনেছে বাহারি ডিজাইনের শীতের শাল। বিক্রেতারা জানালেন, ১ হাজার টাকা থেকে শুরু করে নানা দামের শাল পাওয়া যাচ্ছে এবার।

এদিকে, জানুয়ারির শুরুতে হঠাৎ বৃষ্টিতে বিক্রি বাড়ার প্রত্যাশা করছে স্যুট বিক্রেতারা। ক্রেতার দৃষ্টি কাড়তে এরই মধ্যে নানা অংকের মূল্যছাড় দিতে শুরু করেছেন শীতের পোশাক বিক্রেতারা।

মেলার শেষ দিকে মূল্যছাড়ের অংক আরও বাড়বে বলেও জানিয়েছেন বিক্রেতারা।

কোন মন্তব্য নেই