সামুদ্রিক মাছের রফতানিতেও এবার করোনা থাবা ! চিন্তায় দিঘার মৎস্যজীবীরা
#দিঘা: করোনা ভাইরাসের থাবা দিঘা মোহনার মাছ বাজারে! থাবা পড়েছে দিঘার থেকে চিনে রফতানি হওয়া সামুদ্রিক মাছের ওপর। সমুদ্র থেকে মৎস্যজীবিদের জালে ধরা পড়া বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের রফতানির উপর ব্যাপক প্রভাব পড়েছে।
ক্যাটলফিশ (ছিপি), অক্টোপাস, ইসকুইট, রিবনফিস থেকে নানা ধরনের চিংড়ি, পাতা মাছ (শোল ফিস), ব্ল্যাক ইল্( বাম মাছ), ইয়োলো ইল্, চাইনিজ পমফ্রেট-সহ অন্যান্য মাছ শুধুমাত্র চিনেই পাঠানো হয়ে থাকে। কিন্তু করোনা নিয়ে সতর্কতার প্রভাবে বেশ কিছুদিন এইসব সামুদ্রিক মাছ রফতানি বন্ধ হয়ে গিয়েছে। বিশেষ করে রাজ্যের অন্যতম বৃহৎ মৎস্য নিলাম কেন্দ্র শঙ্করপুর, দিঘা মোহনার মৎস্যজীবিদের এর ফলে লোকসান ও চরম সঙ্কটের মুখে পড়তে হয়েছে।
Digha Fisherman and Fish Traders Association-এর কর্মকর্তা এবং মৎস্যজীবীরা জানাচ্ছেন, এবছর সমুদ্রে মাছের আকাল চলছে তার উপর যৎসামান্য যেটুকু মাছ ধরা পড়ছে সেগুলো বিদেশে রফতানি করে কিছুটা লাভের মুখ দেখছিলেন, কিন্তু করোনা ভাইরাসের জন্য বিদেশে রফতানি বন্ধ হয়ে যাওয়ায় ওইসব মাছের দাম পাওয়া যাচ্ছে না। তাছাড়া চিনে যে ধরনের মাছ রফতানি হতো সেগুলি এখানকার বাজারে বিক্রি হয় না। তাই কেউ কেউ স্টোরে রাখছেন ৷ নয়তো ফেলে নষ্ট করে দিতে বাধ্য হচ্ছেন। সমস্যা সমাধান কিভাবে হবে, সেটা নিয়েই চিন্তিত তারা।

কোন মন্তব্য নেই