করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩৬১ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩৬১

লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এ সংখ্যা এখন ৩৬১। আক্রান্ত হয়েছেন কমপক্ষে ১৭,০০০ মানুষ। এ অবস্থায় চীন থেকে ফেরা বহু দেশের নাগরিকদের সংশ্লিষ্ট দেশ আলাদা করে রেখে পর্যবেক্ষণ করছে যে, তারা করোনা ভাইরাসে আক্রান্ত কিনা। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, চীনের হুবেই প্রদেশের উহানে নতুন একটি হাসপাতাল নির্মাণ করছে চীন। এটা হবে দ্রুতগতিতে নির্মাণ করা হাসপাতাল। এরই মধ্যে আট দিনে নির্মাণ করা হয়েছে ১০০০ শয্যাবিশিষ্ট হোউশেনশান হাসপাতাল। ওদিকে রোববার চীনের বাইরে ফিলিপাইনে প্রথম করোনা ভাইরাসে এক ব্যক্তি মারা যাওয়ার খবর এসেছে।
তিনি ৪৪ বছর বয়সী একজন চীনা নাগরিক। উহান থেকে তিনি ফিলিপাইনে গিয়েছিলেন। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন সোমবার সর্বশেষ অবস্থা প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে ২১,৫৫৮ জনকে সন্দেহ করা হচ্ছে যে, তারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন। এক লাখ ৫২ হাজার ৭০০ মানুষকে মেডিকেল নজরদারির আওতায় রাখা হয়েছে। হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে ৪৭৫ জনকে। চীনের বাইরে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমপক্ষে ১৫০।

আজ সোমবার হংকংয়ে অত্যাবশ্যকীয় নন এমন শত শত মেডিকেল কর্মী ধর্মঘটে গিয়েছেন। তাদের দাবি, চীনের সঙ্গে তাদের সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেয়া উচিত। তাদের এ দাবি প্রত্যাখ্যান করেছে হংকং কর্তৃপক্ষ। তারা বলছে, সীমান্ত বন্ধ করে দেয়ার চেয়ে সীমান্তে স্ক্রিনিং ব্যবস্থা বসানোর সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

কোন মন্তব্য নেই