মাইনাস ৪৫ ডিগ্রিতে স্বল্পবস্ত্রে ধ্যানমগ্ন সাধু (ভিডিও) - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মাইনাস ৪৫ ডিগ্রিতে স্বল্পবস্ত্রে ধ্যানমগ্ন সাধু (ভিডিও)














পৃথিবীতে অনেক অদ্ভুত ঘটনাই ঘটে থাকে। স্বাভাবিক বুদ্ধিতে যা অসম্ভব মনে হলেও চোখের সামনে তা দেখলেই অবাক হয়ে যেতে হয় মানুষকে। সম্প্রতি একটি ভিডিও দেখে এই রকম মনে হয়েছে সাধারণ মানুষের।

এই ভিডিওতে দেখা গেছে ইচ্ছেশক্তির ক্ষমতা। মাইনাস ৪৫ ডিগ্রি তাপমাত্রাতে এক সাধুর ধ্যান করার মুহূর্ত ভাইরাল হয়েছে। তার কিছুটা দূরেই রয়েছে একটি কুকুর। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে চারিদিকে বরফের মধ্যে স্বল্পবস্ত্রে ধ্যান করছেন এক সাধু। তার পাশেই রয়েছে একটি কুকুর। 

ভিডিওটি রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। হিমালয়ের দুর্গম জায়গাতে ওই সাধুকে দেখে অবাক হয়ে ভিডিও করতে শুরু করেছিলেন ওই সেনা সদস্য। সেনা সদস্যদের গাড়িটি তার দিকে এগিয়ে গেলে বিরক্ত হয়ে ধ্যান ভঙ্গ করে অন্যত্র চলে গিয়েছিলেন।







কোন মন্তব্য নেই