সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত আরো ৩ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত আরো ৩












সিঙ্গাপুরে আরো তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৪। এর মধ্যে রয়েছেন বাংলাদেশি ৫ জন। তাদের মধ্যে ৩৯ বছর বয়সী এক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক বলে বুধবার জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। ঢাকায় তিনি সাংবাদিকদের বলেছেন, তাকে ওষুধ দেয়া হচ্ছে। কিন্তু ওষুধে কোন কাজ হচ্ছে না।

সিঙ্গাপুরের অনলাইন স্ট্রেইটস টাইমস বলছে, নতুন আক্রান্ত তিনজনের মধ্যে একজন গ্রেস অ্যাসেম্বলি অব গড চার্চের সঙ্গে যুক্ত। অন্যজন দ্য লাইফ চার্চ অ্যান্ড মিশনসের সঙ্গে যুক্ত।
তবে তৃতীয় জনকে ডেঙ্গু রোগি হিসেবে প্রথমবারের মতো ওয়ার্ডে নেয়া হয়েছে। তিনি এর আগে চীন সফরে যান নি। তিনি হলেন ৫৭ বছর বয়সী সিঙ্গাপুরের একজন নারী। তাকে গত বৃহস্পতিবার নগ তেং ফং জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। পরে গত শনিবার তাকে ডেঙ্গু রোগি হিসেবে সনাক্ত করে ভর্তি করা হয়েছে। তবে মঙ্গলবার বিকেলে তার পরীক্ষা করে দেখা গেছে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। তার সঙ্গে ওয়ার্ডে অন্য যেসব রোগি ছিলেন তাদেরকে সিঙ্গেল রুমে স্থানান্তর করা হয়েছে। তাদের করোনা সংক্রমণ পরীক্ষা করা হয়েছে। এখনও ফল হাতে আসে নি।






কোন মন্তব্য নেই