লন্ডনে পুলিশের গুলিতে হামলাকারী নিহত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

লন্ডনে পুলিশের গুলিতে হামলাকারী নিহত

লন্ডনে পুলিশের গুলিতে ছুরি নিয়ে হামলা চালানো এক ব্যক্তি নিহত হয়েছে। বেশ কয়েকজনকে ছুরিকাঘাতের পর তাকে গুলি করা হয়। হামলাটিকে ‘সন্ত্রাসী-সংশ্লিষ্ট’ হিসেবে বর্ণনা করেছে পুলিশ। স্থানীয় সময় রোববার শহরটির দক্ষিণাংশের বাণিজ্যিক শহরতলী স্ট্রিথামে এ ঘটনা ঘটে।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, হামলার শিকার ব্যক্তিদের শারীরিক অবস্থা ও সংখ্যা সম্পর্কে সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে টুইটারে দেয়া এক সংক্ষিপ্ত বর্ণনায় মেট্রোপলিটান পুলিশ বলেছে, আমাদের ধারণা অন্তত দু’জন আহত হয়েছেন। আমরা তাদের অবস্থা জানতে অপেক্ষা করছি। পুরো ঘটনাস্থল নিয়ন্ত্রণে রয়েছে

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীকে অন্তত দুই থেকে তিনটি গুলি করা হয়েছে।
তাহির নামের একজন বলেন, তারা তাকে থামতে বলছিল বারবার। এরপর দেখলাম, পুলিশ তাকে তিনবার গুলি করলো।

এ ঘটনায় আহত ও আক্রান্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রসঙ্গত, লন্ডনে সাম্প্রতিক বছরগুলোয় সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট হামলা বাড়ছে। গত নভেম্বরে জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার আদর্শে অনুপ্রাণিত হয়ে উসমান খান নামের এক বৃটিশ নাগরিক পাঁচজনের ওপর ছুরি হামলা চালায়। এতে দুইজনের মৃত্যু হয়। পূর্বে বোমা বানানোর মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। তা সত্ত্বেও প্যারোলে মুক্তি পেয়ে এই হামলা চালায় উসমান।

এর আগে ২০১৭ সালের জুনে তিন ব্যক্তি প্রথমে টেমস নদীর ওপরের সেতুগুলোয় পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দিয়ে ও পরে ছুরি দিয়ে হামলা চালায়। এতে অন্তত আট জনের মৃত্যু হয়। আহত হন আরো ৪৮ জন। হামলাকারী তিনজনকে পরবর্তীতে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর আদর্শে অনুপ্রাণিত হিসেবে চিহ্নিত করা হয়। একই বছরের মার্চে বৃটিশ নাগরিক খালিদ মাসুদ ওয়েস্টমিনিস্টারে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দিয়ে হামলা চালায়। এরপর গাড়ি থেকে নেমে এক পুলিশকর্মীকে ছুরিকাঘাত করে। এতে ওই পুলিশকর্মী নিহত হন। হামলায় পুলিশের গুলিতে প্রাণ হারায় মাসুদও।

কোন মন্তব্য নেই