ওআইসির বৈঠক: ইরানি প্রতিনিধির অংশগ্রহণে সৌদির বাধা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ওআইসির বৈঠক: ইরানি প্রতিনিধির অংশগ্রহণে সৌদির বাধা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প উত্থাপিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা নিয়ে আজ সোমবার জেদ্দায় বৈঠকে বসছে ইসলামিক দেশগুলোর সহযোগিতামূলক সংগঠন ওআইসির বৈঠক। এতে ইরানের একজন প্রতিনিধির যোগ দেয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে সৌদি আরব। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি বলেছেন, ওই বৈঠকে যোগ দেয়ার জন্য ইরানের প্রতিনিধিদের কোনো ভিসা দেয় নি সৌদি কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মুসাভি বলেছেন, ওআইসির সদর দপ্তরে এই শতাব্দীর চুক্তি পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। তা যাচাই বাছাই করা হবে ওই বৈঠকে। কিন্তু সেখানে ইরানি প্রতিনিধিদের অংশগ্রহণ প্রতিরোধ করেছে সৌদি আরব সরকার। তিনি আরো বলেন, ওআইসিতে একটি অভিযোগ জমা দিয়েছে ইরান।
তাতে ওআইসির সদর দপ্তরে আয়োজিত বৈঠক নিয়ে নিজেদের অবস্থানের অপব্যবহার করছে সৌদি আরব। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি আরবের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

কোন মন্তব্য নেই