এবার প্রাণঘাতী করোনায় আক্রান্ত ইরানের মেয়র - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এবার প্রাণঘাতী করোনায় আক্রান্ত ইরানের মেয়র














এবার এক ইরানি কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন গতকাল শনিবার এমন তথ্য জানিয়েছে। মুরতজা রহমান জাদেহ নামের ওই ব্যক্তি রাজধানী তেহরানের ১৩ নম্বর জেলার মেয়র। শুক্রবার তার শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দিকে ইরানের বেশ কয়েকটি শহরে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন। পবিত্র শহর কোম থেকে শুরু হওয়া এই মহামারীতে এখন পর্যন্ত ছয়জন মারা গেছেন। নতুন ২৮ জনের শরীরে এই ভাইরাস ধরা পড়েছে।







স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মিনোও মোহরেজ বলেন, চলমান প্রতিবেদনের ওপর ভিত্তি করে বলা যায়, কোম থেকেই ভাইরাসটির বিস্তার ঘটছে। আর লোকজনের ভ্রমণের সাথে তা বেশ কয়েকটি শহরে ছড়িয়েছে, যার মধ্যে তেহরান, বাবোল, আরাক, ইসফাহান ও রাশত রয়েছে।

ইরানের সব শহরেই ভাইরাসটির অস্তিত্বের বিষয়টি অসম্ভব কিছু না বলেও তিনি মন্তব্য করেন। তবে আক্রান্তের অধিকাংশই কোম শহরের। রাজধানী তেহরান থেকে ১২০ কিলোমিটার দূরে এটি অবস্থিত।

নতুন করোনাভাইরাসটিতে কোমে সাত, রাজধানী তেহরানে চার ও গিলান প্রদেশে দুই ইরানি আক্রান্ত হয়েছেন। এক টুইট বার্তায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহান এমন তথ্যই দিয়েছেন।







এ দিকে কোমে সব ধরনের ধর্মীয় সমাবেশ বাতিলের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আল-আরাবিয়াহ।

কোন মন্তব্য নেই