করোনা গণকবর তৈরির ঘোষণা ইকুয়েডরের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

করোনা গণকবর তৈরির ঘোষণা ইকুয়েডরের












দক্ষিণ আমেরিকার পশ্চিম অঞ্চলের দেশ ইকুয়েডর করোনা মোকাবিলার প্রস্তুতি হিসেবে গণকবর তৈরি করতে যাচ্ছে।

দেশটির সরকার মনে করছে গায়াকিল শহরে কোভিড-১৯ রোগের ভয়াবহতায় মৃতের সৎকার করতে এই ব্যবস্থার বিকল্প নেই।

পরিচ্ছন্নতা বিভাগের পরিচালক গুস্তাভো জুনিগা সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘একসাথে ৩০০টি মৃতদেহ ধরবে এমনভাবে গণকবর তৈরি করা হবে।’

মৃতদের স্মরণে পরে সেখানে একটি স্মৃতিস্তম্ভ বানানো হবে বলে তিনি জানান।






ইকুয়েডরে এখন পর্যন্ত ১ হাজার ৬২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে।

কোন মন্তব্য নেই