এপ্রিল থেকে করোনা ভয়াবহ রূপ ধারণ করতে পারে: খোকন
এপ্রিলের শুরু থেকে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাইদ খোকন।
রোববার (২২ মার্চ) নগরভবনে করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবিলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গঠিত কমিটির জরুরি সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, প্রতি মুহূর্তকে কাজে লাগিয়ে জনগণের জানমালের নিরাপত্তা দেবে সিটি করপোরেশন। এছাড়া পরিস্থিতি বিবেচনায় লকডাউন করা হবে। এই সিদ্ধান্ত সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকেই আসা উচিত।
তিনি আরও বলেন, একই হাসপাতালে করোনা রোগী ও অন্যান্য রোগীর চিকিৎসার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

কোন মন্তব্য নেই