পাপনের চোখে সিলেটের স্টেডিয়াম বিশ্বের অন্যতম সেরা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পাপনের চোখে সিলেটের স্টেডিয়াম বিশ্বের অন্যতম সেরা












সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছিল বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচের প্রথম ইনিংস। হঠাৎ করেই টিভির পর্দায় দেখা গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে। পূর্ব নির্ধারিত ছিল না তার এই আগমন। ফলে সবার কাছেই অবাক করার বিষয় হিসেবেই ঠেকে বিসিবি সভাপতির মাঠে উপস্থিতি।

জানা গেল, (রোববার) দুপুরেই জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে করে রাজধানী ঢাকা থেকে সিলেটে এসেছে পাপন। কারণ গুরুতর কিছু নয়। বাংলাদেশের খেলা দেখার পাশাপাশি সিলেট স্টেডিয়াম লাগোয়া আউটার স্টেডিয়ামের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেয়া।

সে মোতাবেক বাংলাদেশের ইনিংস শেষ হওয়ার পর বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ও তিন পরিচালক মাহবুব আনাম, জালাল ইউনুস এবং আকরাম খানকে নিয়ে দেখে আসেন আউটারের অবস্থা। আশাবাদ ব্যক্ত করেন, আগামী অক্টোবরের মধ্যেই মাঠটি বুঝে পাওয়ার। শুধু তাই নয়, তখন থেকেই আউটার মাঠে খেলাও শুরু করার কথা ভাবছেন বিসিবি সভাপতি।

আউটার দর্শন শেষে সংবাদ সম্মেলনে পাপন বলেন, ‘(চলতি বছরের) অক্টোবরের মধ্যে মাঠটা আমাদের হাতে তুলে দেয়ার কথা রয়েছে। আমাদের ইচ্ছা, তখনই খেলা শুরু করে দিবো।’






এ সময় সকল সুযোগ-সুবিধাপূর্ণ সিলেট স্টেডিয়ামকে বিশ্বের অন্যতম সেরা হিসেবে উল্লেখ করেন বিসিবি সভাপতি। তার মতে, এই মাঠের শুরুতে এটি বিশ্বের অন্যতম সুন্দর ছিলো। তবে এখন এটিই বিশ্বের সবচেয়ে সেরা মাঠগুলোর একটি বলে মনে করেন পাপন।

তিনি বলেন, ‘প্রথমে যখন এই স্টেডিয়ামে খেলা শুরু হয়, (২০১৪ টি-টোয়েন্টি) বিশ্বকাপের সময়। তখন এসে আমি বলেছিলাম, এটা বাংলাদেশের অবশ্যই, বিশ্বের সবচেয়ে সুন্দর একটা স্টেডিয়াম। তখন আমি বলিনি এটাই সবচেয়ে সেরা। তবে এবার আসার পর আমি বলতে পারি, এটা বিশ্বের অন্যতম সেরা মাঠ।’

তখন সেরা মনে না হলেও, এখন কেনো সেরা মনে হলো- সেটিও ব্যাখ্যা করেছেন পাপন। তিনি বলেন, ‘এ মাঠে যেসব জায়গায় একটু ঘাটতি ছিলো, সেগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে না। আপনারা যদি দেখেন, অনুশীলনের মাঠ আছে, পূর্ণ সুযোগ-সুবিধা সম্পন্ন একটা জিমনেশিয়াম আছে। আবার এই আউটারের কথা বললেন, এটাও অসাধারণ একটা স্টেডিয়াম। এখানে আমরা আন্তর্জাতিক ম্যাচও খেলতে পারবো। এছাড়া ইনডোরের সুবিধাও আছে। সবকিছু মিলিয়ে আমরা যেমন আদর্শ মাঠ চাই, ঠিক তেমনই হয়েছে।’

সূত্র : জাগো নিউজ

কোন মন্তব্য নেই