ভাসানচর খুলে দিয়েছে সরকার, সুবিধা নিতে পারবে দরিদ্ররা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভাসানচর খুলে দিয়েছে সরকার, সুবিধা নিতে পারবে দরিদ্ররা














নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের জন্য আবাসন ব্যবস্থা তৈরি করা হয়েছে। সেখানে এক লক্ষ মানুষের পর্যাপ্ত আবাসন ও জীবিকা নির্বাহের ব্যবস্থা রয়েছে।
বর্তমান সময়ে করোনভাইরাসের কারণে কোন দরিদ্র মানুষ ভাসানচরে গিয়ে আবাসন ও জীবিকা নির্বাহের এই সুবিধা নিতে চায় তারা সেখানে যেতে পারবে। এমনটাই জানালেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ বিকেলে এক বিফ্রিংয়ে তিনি বলেন, এসময়ে কোন দরিদ্র পরিবার নিজেদেরকে ভাসনচরে নিয়ে গিয়ে সরকার প্রদত্ত এই আবাসন ব্যবস্থা ও জীবিকা নির্বাহের সুযোগ নিতে চায়। এজন্য এটি ওপেন করে দেয়া হচ্ছে। এব্যাপারে জেলাপ্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।







এদিকে সরকার করোনভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। তাই এ সময়ে নিম্ন আয়ের মানুষ জীবন যাপনে অক্ষম হলে সরকার তাদের জন্য বিভিন্ন প্রয়োজনীয় সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে।

কোন মন্তব্য নেই